বিএনপি প্রার্থীকে মাঠ ছাড়তে ছাত্রলীগের হুমকির অভিযোগ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/05/19/photo-1463670747.jpg)
নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীকে মনোনয়ন প্রত্যাহার করার জন্য ছাত্রলীগ হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার বিএনপি প্রার্থী আরজু ভূইয়া এ অভিযোগ করে বলেন, নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে পলাশ উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোহাম্মদ রাজন এ হুমকি দেন।
আরজু ভূইয়া বলেনন, ‘মনোনয়ন সংগ্রহের পর থেকেই আওয়ামী লীগের লোকজন আমাকে হুমকি দিয়ে আসছে। আজ সকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজন শতাধিক লোকজন নিয়ে আমার বাড়িতে হানা দেয়। এ সময় তারা আমাকে না পেয়ে আমার স্ত্রী ও সন্তানকে হুমকি দিয়ে আসে।’
‘এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা পরিবারের সদস্যদের উদ্দেশে বলেন, নির্বাচন থেকে সরে না দাঁড়ালে আমাকেসহ বাড়িঘর পুড়িয়ে দেবে। এ অবস্থায় নির্বাচন পর্যন্ত নিরাপদে মাঠে থাকাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে’, যোগ করেন বিএনপি প্রার্থী।
এ ব্যাপারে পলাশ উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোহাম্মদ রাজন বলেন, ‘বিএনপির প্রার্থীর বাড়িতেই আমি যাইনি। আমি আমার লোকজন নিয়ে নৌকার প্রচারে বের হয়েছি। আমাদের প্রার্থী জনমতে বেশ এগিয়ে, অন্য কাউকে হুমকি দেওয়ার কোনো দরকার নেই।’