রোয়ানুর প্রভাবে সাতক্ষীরায় ঝড়ো হাওয়া ও টানা বৃষ্টি

ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে সাতক্ষীরায় দুদিন ধরে অবিরাম বৃষ্টি হচ্ছে । আর গতকাল শুক্রবার রাত থেকে ঝড়ো হাওয়া বইছে। আজ শনিবার সকাল থেকে বৃষ্ঠি ও ঝড়ো হাওয়া তীব্র থেকে তীব্রতর হয়েছে। সুন্দরবন ও সীমান্ত সংলগ্ন নদীগুলোও উত্তাল হয়ে উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোয়ানুর সম্ভাব্য আঘাত মোকাবিলায় জেলায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইলা উপদ্রুত শ্যামনগরের গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নের ১১ হাজার গ্রামবাসীকে রাতেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় । জেলার ১৩২টি সাইক্লোন শেল্টারের সবই প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া স্কুল কলেজ মাদ্রাসা এবং সুবিধাজনক স্থানসমূহ প্রয়োজনে ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে। আশাশুনি ও শ্যামনগরসহ ৭৮ টি ইউনিয়নের প্রতিটিতে মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। এ দুই উপজেলায় প্রায় চার হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছেন।
সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় খাবার পানি , ওষুধপত্র, শুকনো খাবার এবং নৌকা ও ট্রলারসহ বিভিন্ন যানবাহন প্রস্তুত রাখা হয়েছে। গ্রামে গ্রামে মাইকিং করে জনসাধারণকে সতর্ক রাখা হয়েছে। তাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাসেম মো. মহিউদ্দিন বলেন, রোয়ানু মোকাবিলায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।