ঝিনাইদহের শৈলকুপায় গৃহবধূর লাশ উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপা থেকে রোকসানা (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ৮টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিম খান জানান, এক বছর আগে ফাজিলপুর গ্রামের সুজাত আলীর সঙ্গে একই উপজেলার রোকসানার বিয়ে হয়। বিয়ের সময় ৫০ হাজার টাকা যৌতুক দেয় রোকসানার পরিবার। গতকাল রাতে শ্বশুরবাড়িতে রোকসানার মৃতদেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। নিহতের পরিবারের পক্ষ থেকে যৌতুকের টাকার জন্য তাঁর ওপর নির্যাতন করা হতো বলে অভিযোগ করা হয়েছে বলে জানান ওসি।
ঘটনার পর থেকে স্বামী সুজাত আলীর পরিবারের লোকজন পলাতক রয়েছে। নিহত গৃহবধূর লাশ আজ সোমবার ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান হাসিম খান।