বাগেরহাটে সিমেন্টভর্তি ট্রাকে আগুন

মংলা-খুলনা সড়কে একটি পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার গভীর রাতে মহাসড়কের শ্যামবাগাত এলাকায় সিমেন্টবাহী একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
বাগেরহাট হাইওয়ে পুলিশের ওসি আব্দুল মান্নান ফরাজী জানান, সোমবার মংলা থেকে সিমেন্ট বোঝাই করে খুলনায় যাচ্ছিল ট্রাকটি। আনুমানিক রাত ১টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় দুর্বৃত্তরা ট্রাকটি লক্ষ্য করে প্রথমে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় ট্রাকটির চালক হাবিবুর রহমান ভয়ে ট্রাক ফেলে পালিয়ে যান। পরে দুর্বৃত্তরা ট্রাকের ইঞ্জিন ও টায়ারে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলেও জানান তিনি।
ট্রাকের মালিক জাকির হোসেন জানান, ২০-দলীয় জোটের অবরোধ ও হরতালে কারণে গত সাত-আট দিন ধরে ট্রাকটি চালানো হয়নি। গত রাতে অনেকটা বাধ্য হয়েই তাঁর আয়ের একমাত্র উৎসটি রাস্তায় নামান। আর সেদিনই পুড়িয়ে দেওয়া হয় তাঁর ট্রাকটি।