ঘোড়াশালে আ. লীগ, রায়পুরায় বিদ্রোহীর জয়
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/05/25/photo-1464194163.jpg)
নরসিংদীর রায়পুরা পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জামাল মোল্লা জয়ী হয়েছেন। অন্যদিকে ঘোড়াশাল পৌরসভায় জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. শরীফুল হক শরীফ।
আজ বুধবার ওই দুই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
রায়পুরায় নির্বাচন নিয়ে কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। অন্যদিকে ঘোড়াশাল পৌরসভা নির্বাচনে অনিয়মের অভিযোগে সংরক্ষিত মহিলা সদস্য পদে দুই প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।
রায়পুর পৌরসভায় মেয়র পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জামাল মোল্লা। মোবাইল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন আট হাজার ৯৫১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুল কুদ্দুস পেয়েছেন চার হাজার ৫৫০ ভোট। নির্বাচনে তৃতীয় হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আফজাল হোসেন। তিনি পেয়েছেন তিন হাজার ৪৪৩ ভোট।
ঘোড়াশাল পৌরসভা নির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র মো. শরীফুল হক শরীফ। তিনি পেয়েছেন ৩৮ হাজার ৭৯২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জাহাঙ্গীর হোসেন পেয়েছেন এক হাজার ৯৯ ভোট।
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ রেহান উদ্দিন পলাশ উপজেলা নির্বাচন কন্ট্রোল রুম থেকে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
গত ১৬ মে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোড়াশাল পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়ান বিএনপির প্রার্থী জাহাঙ্গীর হোসেন। নানা অনিয়ম ও নিজেদের এজেন্টদের ভোট দানের কক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগে নির্বাচন বর্জন করেন দুই সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী শাহনাজ পারভীন ও কলি বেগম। ঘোড়াশাল পৌরসভায় মোট ভোটার ছিল ৫৮ হাজার ২৭২ জন।
রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে পাঁচজন ও কাউন্সিলর পদে ২৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে পাঁচজন লড়াই করছেন। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ৫৯৪ জন।