দুদিন পর ফেরিঘাটে ভাসল শিশুর লাশ

ঝালকাঠির নলছিটি উপজেলায় সুগন্ধা নদীতে গোসল করতে নেমে গত বৃহস্পতিবার নিখোঁজ হয়েছিল রিফাত (৭) নামে এক শিশু। দুদিন পর আজ শনিবার সকালে সুগন্ধার ষাইটপাকিয়া ফেরিঘাট এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করে স্বজনরা।
রিফাত নলছিটির অনুরাগ গ্রামের খোকন মল্লিকের ছেলে। সে নারায়ণগঞ্জের ফতুল্লার আদর্শপাড়া এলাকার সেকান্দার আলী কিন্ডারগার্টেনে নার্সারিতে পড়ত।
শিশুটির পারিবারিক সূত্র জানায়, অনেক দিন ধরে দুই ভাই নানাবাড়ি বেড়াতে যাবে বলে বায়না ধরে। গত ১৮ মে ফতুল্লা থেকে বাবা-মা তাঁদের দুই ছেলেকে নিয়ে নলছিটির কাঠিপাড়া গ্রামে নানা আনছার আলী হাওলাদারের বাড়িতে আসেন। ২১ মে ফতুল্লা যাওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে রিফাতের পরিবার নলছিটিতে আটকা পড়ে।
গত বৃহস্পতিবার দুপুরে দুই ভাই সিফাত ও রিফাত বাড়ির কাছেই নদীতে গোসল করতে নামে। নদীতে নেমে সিফাতের হাত ফসকে রিফাত তলিয়ে যায়। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের কর্মীরা এসে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। অবশেষে নিখোঁজের দুদিন পরে ফেরিঘাট এলাকায় নদীতে তার মৃতদেহ ভাসতে দেখে স্বজনরা লাশ উদ্ধার করে।
ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুল আজিজ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।