জামালপুরে নির্বাচনী সংঘর্ষে প্রাণ গেল চারজনের
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের কুঠিরচর এবতেদায়ি মাদ্রাসা কেন্দ্রে আওয়ামী লীগ ও দলটির বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে চারজন নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত চারজন হলেন নুরুল ইসলাম (৬৫), জিয়াউর রহমান (৩৫), মাজেদ (১৪) ও নবীরুল (১৫)। তাঁদের মধ্যে নুরুল ইসলামের বাড়ি উপজেলার কুতুবের চর গ্রামে। বাকি তিনজনের বাড়ি একই উপজেলার শেখপাড়া গ্রামে।
মাজেদ স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। আর নবীরুল নবম শ্রেণির ছাত্র।
এ সংঘর্ষে আহত হয়েছেন ইব্রাহিম নামে এক পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন। তাঁদের মধ্যে ইব্রাহিমের অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে জানতে চাইলে জামালপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) ইউনুছ মিয়া বলেন, চারজন মারা গেছে বলে তাঁরা নিশ্চিত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
জামালপুরের সিভিল সার্জন মুশায়ের-উল-ইসলাম জানান, আহত ব্যক্তিদের মধ্যে কমপক্ষে ২০ জনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন স্বাস্থ্যসেবাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে নির্বাচনে হতাহতের ঘটনায় জামালপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনকে প্রধান করে চার সদস্যবিশিষ্ট কমিটি করেছে জেলা প্রশাসন। কমিটির অন্য সদস্যরা হলেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল হক, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম ও জেলা নির্বাচন কর্মকর্তা মোশাররফ হোসেন।
জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দীন খান জানিয়েছেন, কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।