স্থানীয় জলবায়ু অভিযোজন পরিকল্পনার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

জলবায়ু পরিবর্তনে প্রত্যক্ষ ক্ষতির শিকার দেশের দক্ষিণাঞ্চল সুরক্ষার দাবিতে মাঠে নেমেছে সাতক্ষীরার বিভিন্ন সংগঠন। আগামী দিনগুলোর ভয়াবহতার কথা উল্লেখ করে তারা মানববন্ধনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে।
আজ মঙ্গলবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের শিকার মানুষের জন্য যৌক্তিক নীতিমালা প্রণয়ন করতে হবে। সেখানে স্থানীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এ ছাড়া জলবায়ু পরিবর্তন ও বাস্তবায়নবিষয়ক প্রণীত কমিটির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আর এসব বিষয়ে জরুরি সিদ্ধান্ত না নিলে সম্ভাব্য ক্ষতি মোকাবিলার শক্তিও হারিয়ে যাবে।
বক্তারা আরো বলেন, ক্ষতি মোকাবিলায় এখনই ব্যবস্থা না নিলে দক্ষিণাঞ্চল বিশেষ করে সাতক্ষীরা ভয়াবহ পরিণতির মুখে পড়বে।
বেসরকারি সংস্থা নবলোক, এনসিসিবি ও স্বদেশের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন শিক্ষাবিদ অধ্যক্ষ আবদুল হামিদ, জেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদ, শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি শেখ আজহার হোসেন, অধ্যাপক আনিসুর রহিম, মাধব দত্ত, পবিত্র মোহন দাস, অধ্যাপক ইদ্রিস আলী, লুইস রানা গাইন, অধ্যাপক মোবাশ্বেরুল হক জ্যোতি, অপরেশ পাল, পৌর কাউন্সিলর ফরিদা আকতার বিউটি, ফজিলাতুন্নেসা খাতুন, তহমিনা ইসলাম, মনোজ ঘোষ, জোসনা দত্ত, বিপ্লব রায়, সৈয়দ ইলিয়াস আহমেদ আজাদ প্রমুখ। এ ছাড়া জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষ, সাংবাদিক ও সুধীজনরাও অংশ নেন।