বরিশালে নদীতে কিশোর নিখোঁজ, পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বরিশালের কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে ১৫ বছরের এক কিশোর নিখোঁজ হয়েছে। আজ সোমবার দুপুর দেড়টার দিকে শহরের মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল ফায়ার সার্ভিসের নৌস্টেশন কর্মকর্তা আবদুল করিম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়ার পর পরই তারা ডুবুরি নামিয়ে নদীতে অভিযান শুরু করেন। প্রায় দুই ঘণ্টা হতে চললেও নিখোঁজ কিশোরের কোনো সন্ধান পাওয়া যায়নি। পাশাপাশি কোনো পরিচয়ও পাওয়া যায়নি।
তবে স্থানীয়দের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজ ছেলেটির বয়স ১৫ হবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে বরিশাল মহানগরের ২৮ নম্বর ওয়ার্ড কাশিপুরে পুকুরের পানিতে ডুবে আরিফা নামের দুই বছরের এক শিশুর মৃত্যু ঘটেছে। আজ বেলা আড়াইটার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবেদ তাকে মৃত বলে ঘোষণা করেন।