দিনাজপুরে দুই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে হয়রানির অভিযোগ

দিনাজপুরে দুই স্কুলশিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ ওঠেছে। ওই দুই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এদিকে ‘সচেতন নারী সমাজে’র ব্যানারে দুই শিক্ষককে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন প্রায় তিন শতাধিক নারী।
আজ সোমবার দিনাজপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে ‘সচেতন নারী সমাজ।’ এ সময় সংবাদ সম্মেলনেরও আয়োজন করে তারা।
দিনাজপুরের রিজ স্কুলের শিক্ষক তপু রায়ের বিরুদ্ধে এক ছাত্রীর সঙ্গে অনৈতিক কার্যকলাপ করার চেষ্টার অভিযোগ ওঠেছে। অন্যদিকে স্কুলের চেয়ারম্যান অলিউর রহমানের কাছে বিষয়টি নিয়ে বিচার প্রার্থনা করলেও অভিযোগ ওঠেছে তিনি তা না করে উল্টো ওই ছাত্রীকে ভয়-ভীতি ও হুমকি দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলেয়া বেগম স্বপ্না জানান, শিক্ষকদের ওপর ভরসা করেই মেয়েদের স্কুলে পাঠানো হয়। আর সেখানেও মেয়েদের নিরাপত্তা নেই। নারী পিপাসু ও চরিত্রহীন শিক্ষকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিয়ে ছাত্রীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। এসব শিক্ষককে অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে।
এ ঘটনায় দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধিত/০৩) আইনের ১০ ধারা ও দণ্ডবিধি আইনে ৫১১ ধারায় এবং দিনাজপুর কোতোয়ালি থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল রাত আনুমানিক ৮টায় নিজ স্কুল কক্ষে শিক্ষক তপু রায় পড়ানোর সময় এক ছাত্রীকে জড়িয়ে ধরে অনৈতিক কার্যকলাপের চেষ্টা চালান। এ বিষয়ে বিচার দাবি করলে স্কুলের চেয়ারম্যান অলিউর রহমান নয়ন উল্টো নির্যাতিত ছাত্রীকে ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করে কান ধরে স্কুলের প্রতিটি কক্ষে নিয়ে যান এবং অমানসিক নির্যাতন করেন। ওই ছাত্রীর মা দুটো ঘটনাই উল্লেখ করে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে চেয়ারম্যান অলিউর রহমান নয়ন ও তপু রায়ের বিরুদ্ধে মামলা করেন। মামলা নং ৩৫৬/১৬।
কোতোয়ালি থানার দায়েরকৃত মামলায় দাবি করা হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়েরের খবর পেয়ে স্কুলের চেয়ারম্যান ও অভিযুক্ত শিক্ষক ক্ষিপ্ত হয়ে উঠেন। মামলা তুলে নেওয়ার জন্য ভয়-ভীতি প্রদর্শন করতে থাকেন। মামলায় উল্লেখ করা হয়েছে- আদালতে দায়েরকৃত মামলা তুলে না নিলে ওই স্কুলছাত্রীর অশালীন স্থির ও ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
এদিকে মানববন্ধনে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা অভিযোগ করেন, রিজ স্কুলের চেয়ারম্যান অলিউর রহমান নয়ন বিদেশে চলে যাওয়ার চেষ্টা করছেন।
বেলা ১১টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী মানববন্ধনে আরো বক্তব্য দেন, নারী নেত্রী ক্রিস্টিনা লাভলী দাস, ছবি সিনহা, হাসিনা আক্তার শিউলি, মাসুদা বেগম মুক্তা ও রানী ইসলাম।