অতিরিক্ত সচিব কামাল উদ্দিন ভোটে প্রভাব বিস্তার করছেন

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন তালুকদারের বিরুদ্ধে নিজের ভাইয়ের হয়ে ভোটে প্রভাব বিস্তারের অভিযোগ করেছেন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সালাহ উদ্দিন মাদবর।
সালাহ উদ্দিন মাদবর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহতদের একজন। তিনি ভেদরগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক।
অজ বুধবার মো. সালাহ উদ্দিন মাদবর বলেন, ‘কামাল উদ্দিন তালুকদারের ছোট ভাই নাছির উদ্দিন তালুকদার ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন। অতিরিক্ত সচিব প্রভাব খাটিয়ে এলাকার লোকজনকে তাঁর ছোট ভাইকে ভোট দেওয়ার জন্য হুমকি দিচ্ছেন।’
‘কামাল উদ্দিন তালুকদার গত ২৮ মে রাতে মুরাদ হোসেন বাদল নামে এক আওয়ামী লীগ নেতাকে মুঠোফোনে নাসির তালুকদারের পক্ষে কাজ করার জন্য বলেন। নৌকার বাইরে কাউকে ভোট দিতে অস্বীকৃতি জানালে নির্বাচনের পর তাঁকে দেখে নেওয়া হবে বলে হুমকি দেন।’
আওয়ামী লীগ প্রার্থী আরো অভিযোগ করে বলেন, ‘এ ছাড়া এলাকার নৌকার সমর্থকদের বিভিন্ন ভাবে ভয়-ভীতি দেখাচ্ছেন অতিরিক্ত সচিব। এর আগে নাছির উদ্দিন তালুকদারের সমর্থকরা আমার ওপর হামলা করে এবং আমাকে পিটিয়ে আহত করে। কয়েকদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে আবার প্রচার শুরু করেছি। রিটারনিং কর্মকর্তার কাছে একাধিকবার লিখিত অভিযোগ করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না।’
তবে এ সব অভিযোগ অস্বীকার করেছেন নারায়ণপুর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী নাছির উদ্দিন তালুকদার। তিনি দাবি করেন, ‘আমার ভাইয়ের বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়। আমি স্বতন্ত্র প্রার্থী। আমরা কাউকে ভয়ভীতি দেখাইনি। বরং আওয়ামী লীগ প্রার্থীর লোকেরাই আমার লোকজনকে মারধর করার হুমকি দিচ্ছে।’
এ ব্যপারে কথা বলতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন তালুকদারের মুঠোফোনে একাধিক বার কল দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।
জেলা নির্বাচন কর্মকর্তা সেক মো. জালাল উদ্দিন বলেন, ‘অতিরিক্ত সচিব কামাল উদ্দিন তালুকদারের নির্বাচনে প্রভাব বিস্তারের ব্যাপারে একটি লিখিত অভিযোগ আমাদের কাছে এসেছে। কেউ যেন নির্বাচনে কোনো প্রভাব বিস্তার করতে না পারে সে ব্যপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
রিটার্নিং কর্মকর্তা ও স্থানীয় সূত্র জানায়, আগামী ৪ জুন ষষ্ঠ ও শেষ ধাপে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ ও ডামুড্যা উপজেলার ১৯টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন চলছে শেষ মুহূর্তের প্রচার।
নারায়ণপুর ইউনিয়নে মোট চারজন প্রার্থী চেয়ারম্যান পদে মাঠে রয়েছেন। এঁরা হলেন আওয়ামী লীগের সালাহ উদ্দিন মাদবর, বিএনপির চান মিয়া রাঢ়ি, স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান (ঘোড়া প্রতীক) এবং আওয়ামী লীগের বিদ্রোহী নাসির উদ্দিন তালুকদার (আনারস প্রতীক)।