দুর্নীতির মামলায় ফুলবাড়ীর হিসাবরক্ষণ কর্মকর্তা গ্রেপ্তার

দুর্নীতির মামলায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সাইদুর রহিমকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সাইদুর রহিম গত ৬ মে থেকে ফুলবাড়ীতে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদ আলী জানান, সাইদুর রহিমের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গত ৬ মে রংপুরের কোতোয়ালি থানায় একটি দুর্নীতির মামলা করা হয়েছিল। দুদকের রংপুরের উপপরিচালক মোজাহার আলী সরকারের নেতৃত্বে তিন সদস্যের একটি দল বিকেল ৪টায় ফুলবাড়ী থানা পুলিশের উপজেলা চত্বরে অভিযান চালিয়ে সাইদুর রহিমকে গ্রেপ্তার করে।