ওসমানী বিমানবন্দরের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু

দীর্ঘ ১৭ বছর পর পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়েছে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। গতকাল বুধবার সন্ধ্যায় বিমানবন্দরে রিফুয়েলিং ব্যবস্থা ও আন্তর্জাতিক ফ্লাইট চালু হওয়ার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
ওসমানী বিমানবন্দর সিভিল এভিয়েশনের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, ফ্লাই দুবাইয়ের একটি বিমান অবতরণের মধ্য দিয়ে রিফুয়েলিং ব্যবস্থা চালু হয়েছে। ধীরে ধীরে অন্য এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইট সিলেট থেকে চালু করার উদ্যোগ নেওয়া হবে।
কাল বিকেল ৫টা ২০ মিনিটে ১৩০ জন যাত্রী নিয়ে দুবাই থেকে ওসমানী বিমানবন্দরে অবতরণ করে ফ্লাই দুবাই এয়ারলাইন্সের একটি বিমান। পরে বিমানবন্দরে নবনির্মিত রিফুয়েলিং স্টেশন থেকে জ্বালানি সংগ্রহ করে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বোয়িংটি ১৬৩ জন যাত্রী নিয়ে আবার দুবাইয়ের উদ্দেশে রওনা দেয়।