চাঁপাইনবাবগঞ্জে শফিকুল হত্যার প্রতিবাদে বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের লহালামারী এলাকায় মো. শফিকুল ইসলামকে হত্যার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
লহালামারী এলাকাবাসীর ব্যানারে আজ শনিবার চককীর্তি ইউনিয়নে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা লহালামারী বাজারে মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশ নেয়।
প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বসন্তপুর দাখিল মাদ্রাসার শিক্ষক মনজুর আলী, সাবেক ইউপি সদস্য আবু বাক্কার সিদ্দিক, আবু তোফায়েল, গোলাম মোস্তফা। বক্তারা শফিকুলকে কুপিয়ে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
গত বুধবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার রানীবাড়ি বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শফিকুল ইসলামকে মারাত্মকভাবে আহত করে। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।