দেবীগঞ্জে আ.লীগ ৩, বিএনপি ১

ষষ্ঠ দফায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। এতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ তিনটি, আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) দুটি ও বিএনপি একটি ইউনিয়নে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।
শনিবার রাতে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই ফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলে শালডাঙ্গা ইউপিতে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসাদুজ্জামান চৌধুরী মাসুম। তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন তিন হাজার ৪৭৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মদন মোহন রায় আনারস প্রতীক নিয়ে পেয়েছেন তিন হাজার ২১ ভোট।
সোনাহার ইউপিতে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রহিমুল ইসলাম বুলবুল। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ছয় হাজার ৩২২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বীরেন্দ্রনাথ রায় আনারস প্রতীক নিয়ে পেয়েছেন চার হাজার ৬৬০ ভোট।
সুন্দরদীঘি ইউপিতে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরেশ চন্দ্র রায় সরকার। তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচ হাজার ৭৯৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আবু সাঈদ আনারস প্রতীক নিয়ে পেয়েছেন তিন হাজার ৩৫১ ভোট।
দণ্ডপাল ইউপিতে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. জামেদুল ইসলাম। তিনি ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন চার হাজার ৭৬৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আজগর আলী পেয়েছেন তিন হাজার ৯৮৩ ভোট।
পামুলী ইউপিতে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফজলে হায়দার প্রধান। তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন তিন হাজার ১১৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন তিন হাজার ২৯ ভোট।
চেংঠী হাজরাডাঙ্গা ইউপিতে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী অনিল চন্দ্র রায়। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন চার হাজার ৪৩৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমিনুর রহমান বুলু মাস্টার নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন তিন হাজার ৭৮ ভোট।
দেবীগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ষষ্ঠ দফায় ছয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ২৫ জন প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬২ জন ও সদস্য পদে ১৮৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।