চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সভাপতি কারাগারে

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাজাহান মিয়াকে নাশকতার মামলায় কারাগারে পাঠানো হয়েছে। জামিনের জন্য আজ রোববার আদালতে আত্মসমর্পণ করলে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুপুরে জেলা বিএনপির সভাপতি শাজাহান মিয়া চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় দায়ের করা হত্যা ও নাশকতার তিন মামলায় জামিন লাভের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত এবং মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করেন।
বিস্ফোরক মামলায় জেলা ও দায়রা জজ মো. এনামুল বারী জামিন নামঞ্জুর করার পর বিচারিক হাকিম আদালতে হত্যাসহ অপর একটি মামলায় আত্মসমর্পণ করলে আদালতের বিচারক শরিফুল ইসলাম একটি মামলায় জামিন মঞ্জুর এবং অপর মামলায় জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে জেলা বিএনপির সভাপতির আত্মসমর্পণকে ঘিরে আদালত এলাকায় বিপুলসংখ্যক বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন। আদালত এলাকায় নিরাপত্তা স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।