স্কুলছাত্রী কণিকা হত্যার বিচারের দাবি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহিপুরে স্কুলছাত্রী কণিকা রানী ঘোষ নিহত ও অপর তিন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার প্রতিবাদ এবং হত্যাকারীর ফাঁসির দাবি জানানো হয়েছে। আজ রোববার সকালে শহরের শহীদ সাটু হলের সামনে বিভিন্ন নারী সংগঠনের ব্যানারে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে ১০টি নারী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জাগো নারী বহ্নিশিখার সভাপতি মনোয়ারা খাতুন, সাংস্কৃতিককর্মী গৌরীচন্দ সিতু, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ইয়াসমিন সুলতানা রুমা।
সমাবেশে বক্তারা সমাজের মাদকাসক্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং মেধাবী শিক্ষার্থী কণিকা রানী ঘোষ হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত বখাটে আব্দুল মালেকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, গত ২৭ মে সকাল ৯টার দিকে গোবরাতলার মহিপুর কলেজ মোড়ে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির শিক্ষার্থী কণিকা রানী ঘোষ, তারিন আফরোজ, তানজিমা আক্তার ও মরিময় খাতুনকে এলোপাতাড়ি হাঁসুয়া দিয়ে কুপিয়ে আহত করে আবদুল মালেক। এ ঘটনায় হাসপাতালে নেওয়ার পথে মারা যায় কণিকা।