বরিশাল পুলিশের ৪ কর্মকর্তাকে বদলি

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার লুৎফর রহমান মণ্ডলসহ বিভিন্ন পর্যায়ের চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
তাঁদের মধ্যে লুৎফর রহমানকে ঢাকার রাজারবাগ পুলিশ চক্ষু হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই সঙ্গে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার আবু সাঈদকে মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (অপরাধ), কাউনিয়া থানার সহকারী কমিশনার এনায়েত হোসেনকে সহকারী কমিশনার (ফোর্স) এবং সহকারী কমিশনার (ফোর্স) শাহনাজ পারভীনকে কাউনিয়া থানার সহকারী কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।
বদলি সম্পর্কে এসব তথ্য নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের মুখপাত্র আবু সাঈদ। এখন পর্যন্ত আদেশের কপি বরিশালে পৌঁছায়নি বলে জানিয়েছেন তিনি।
বিএমপির একটি সূত্র জানিয়েছে, পুলিশ কমিশনারের আবেদনের পরিপ্রেক্ষিতেই তাঁকে ঢাকায় বদলি করা হয়েছে। তবে ডিবির এসি আবু সাঈদের বদলি শাস্তিমূলক বলে জানা গেছে। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে বরিশাল নগরীতে মাদক ব্যবসার সঙ্গে পুলিশের সংশ্লিষ্টতা-সংক্রান্ত খবর প্রকাশিত হয়। প্রকাশিত খবরে এসি আবু সাঈদের সংশ্লিষ্টতার বিষয়টি প্রমাণিত হওয়ায় এ বদলির আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সূত্রটি।