নাটোরে অস্ত্র গুলি ককটেলসহ আটক ১

নাটোরে বেশ কিছু আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ছবি : এনটিভি
নাটোরে বেশ কিছু আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাতে শহরের কানাইখালী এলাকা থেকে রাজু নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গত রাতে কানাইখালী এলাকায় মোটরসাইকেলে করে যাওয়ার সময় রাজুর সঙ্গে একটি ব্যাগ দেখে সন্দেহ হয় পুলিশের। পরে তাঁকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় রাজুর কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, আটটি গুলি, তিনটি ককটেল, দেশি অস্ত্র, পুলিশের ওয়্যারলেসের চার্জারসহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়।
আটক রাজুর বাড়ি কানাইখালী এলাকায়। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানান ওসি।