সাতক্ষীরায় পিএইচপি কুরআনের আলোর বাছাই

সাতক্ষীরায় পিএইচপি কুরআনের আলো প্রতিযোগিতার চূড়ান্ত বাছাই পর্ব শেষে ইয়েস কার্ড পাওয়া তিন প্রতিযোগী। আজ বৃহস্পতিবার সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া পশুহাট মসজিদে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি
সাতক্ষীরায় পিএইচপি কুরআনের আলো প্রতিযোগিতার চূড়ান্ত বাছাই পর্ব শেষ হয়েছে। এতে সাতক্ষীরার বিভিন্ন উপজেলার প্রতিযোগীরা অংশ নেয়।
আজ বৃহস্পতিবার সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া পশুহাট মসজিদে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় ইয়েস কার্ড পেয়েছে মো. ইসমাইল হোসেন, আলী হাসান মুজাহিদ ও মোকলেছুর রহমান।
হাফেজ আশরাফুজ্জামানের পরিচালনায় এতে বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা আনোয়ার হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাস্টার হায়াত আলী, হাফেজ কবির হোসেন, এমদাদ হোসেন, দেলোয়ার হোসেন, আকিজ আহমেদ ও কাফি।