উদ্বোধনের তিনদিনেই দুদকের ওয়েবসাইট হ্যাক
দুর্নীতি দমন কমিশনের (দুদক) ওয়েবসাইট হ্যাক হয়েছে। গত ৩১ মার্চ নতুন ওয়েবসাইটটি উদ্বোধন করেন কমিশনের চেয়ারম্যান মো. বদিউজ্জামান। এর মাত্র তিনদিনের মাথায় বৃহস্পতিবার গভীর রাতে সাইটটি হ্যাক হয়।
আজ শুক্রবার দুপুর ১২টা ১৩ মিনিটেও দুদকের ওয়েবসাইটে (www.acc.org.bd) ঢুকে সবকিছু ঝাপসা দেখতে পাওয়া যায়। সাইটের হোমপেজের নিচের অর্ধেক কালো রঙের ওপর সাদা হরফে বিভিন্ন সংকেত লেখা।
সার্চ ইঞ্জিন গুগলে ওয়েবসাইটটির অনুসন্ধান করলে ডেসক্রিপশনে দেখা যায়, ‘হ্যাকড বাই এফএস। # বাংলাদেশি হ্যাকার’। সেখানে ইংরেজিতে একটি বার্তাও দেখতে পাওয়া যায়। তাতে লেখা, ‘আপনাদের সাইট খুবই অরক্ষিত। আমি ভালো মানুষ। কোনো কিছুই আমি মুছে (ডিলিট) ফেলিনি।’
এ ব্যাপারে দুদকের জনসংযোগ কর্মকর্তা, উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য এনটিভি অনলাইনকে বলেন, ‘বিষয়টি গতকাল রাতেই শুনেছি। এরই মধ্যে সমস্যা চিহ্নিত করা হয়েছে। আপাতত সাইটের কার্যক্রম বন্ধ রয়েছে। শিগগিরই চালু করা হবে।’ তিনি বলেন, ‘আমাদের আইটি টিমকে নির্দেশ দেওয়া হয়েছে, কারা কীভাবে হ্যাক করেছে তা খুঁজে বের করতে।’
চালু করার তিনদিনের মধ্যেই সাইটটি হ্যাক হলো—এ ব্যাপারে প্রশ্ন করলে প্রণব বলেন, ‘কোনো দুর্বলতা আছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।’
গত মঙ্গলবার দুদকের ওয়েবসাইটটির নতুন চেহারা উদ্বোধন করা হয়। নতুনভাবে সাইটটি তৈরিতে সহযোগিতা করে জার্মানির সাহায্য সংস্থা জিআইজেড।
উদ্বোধনের পর দুদক চেয়ারম্যান বলেন, ‘ওয়েবসাইটটি উদ্বোধনের মাধ্যমে দুদক নতুন যুগে পদার্পণ করল। এখন শুধু দেশের নয়, সারা বিশ্বের মানুষই একটি ক্লিকের মাধ্যমে দুদকের কার্যক্রম সম্পর্কে জানতে পারবে।’