সালাহ উদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে : আইজিপি

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। আজ শুক্রবার দুপুরে সিলেট রেঞ্জ রিজার্ভ ফোর্সের ব্যারাক উদ্বোধন করার পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।
সালাহ উদ্দিনের নিখোঁজ হওয়া প্রসঙ্গে আইজিপি বলেন, ‘আমার জানামতে, কোনো আইন-শৃঙ্খলা বাহিনী তাঁকে গ্রেপ্তার করেনি। তিনি তো আমাদের মামলার আসামিও ছিলেন। আমরা চেষ্টা করছি, তাঁকে খুঁজে বের করে গ্রেপ্তার করার জন্য। তাঁকে খুঁজে বের করার দায়িত্ব পুলিশেরই। আমরা সেই দায়িত্ব পালন করছি। আমরা জানার চেষ্টা করছি, তিনি কোথায় আছেন।’
এ ব্যাপারে কোনো গোয়েন্দা তথ্য পাওয়া গেছে কি না—জানতে চাইলে শহীদুল হক বলেন, ‘পেলে তো জনসমক্ষে নিয়ে আসতাম। তাঁকে যদি পাওয়া যায়, জনসমক্ষে নিয়ে আসা হবে। আমরা তৎপর আছি। আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি।’
সিটি করপোরেশন নির্বাচনে যেসব প্রার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের প্রচারণায় পুলিশ কোনো বাধা দেবে কি না—এ প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘আইন তো আপন গতিতে চলবে। কে নির্বাচন করল, কে করল না সেটা ব্যাপার নয়। আইন আপন গতিতে চলবে। নির্বাচন কমিশন পুলিশের কাছ থেকে যে ধরনের সহায়তা চাইবে, আমরা সে ধরনের সহায়তা দিতে বাধ্য। সে ধরনের সহায়তা আমরা অতীতেও দিয়েছি, এখনো দেব। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের যে ধরনের নির্দেশনা আছে, আমরা সব প্রতিপালন করব।’
সিলেটে প্রায় ১১ একর ভূমির ওপর এক কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্যারাকের উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপির সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান, রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সিলেটের কমান্ড্যান্ট আনসার উদ্দিন খান পাঠান ও সিলেটের জেলা প্রশাসক এম শহিদুল ইসলাম।