প্রহসনের নির্বাচন হলে দ্রুত সরকার পতন : খন্দকার মাহবুব
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/04/03/photo-1428061525.jpg)
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনকে ৫ জানুয়ারির মতো প্রহসনের নির্বাচনে পরিণত করতে চাইলে সরকারের পতন আরো ত্বরান্বিত হবে।
আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় খন্দকার মাহবুব হোসেন এ কথা বলেন।
তিনটি সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘এখানে যদি কারচুপি করেন, এখানে যদি আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ব্যালট বাক্স ভর্তি করার চেষ্টা করেন, ৫ জানুয়ারির খেলা যদি আবার খেলতে যান, ইনশাল্লাহ তা মোকাবিলা করা হবে। এবং সেই মোকাবিলার মধ্য দিয়েই হবে আপনার সরকারের পতনের শেষ স্থল।’
গ্রেপ্তার, মামলা ও পুলিশি নির্যাতনের ভয় কাটিয়ে ২০-দলীয় জোটের কেন্দ্রীয় থেকে ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের সিটি নির্বাচনের প্রার্থীদের পক্ষে কাজ করার আহ্বান জানান খন্দকার মাহবুব।