মিতু হত্যার বিচার দাবি

পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুর হত্যাকারীদের আটক এবং ফাঁসির দাবি করেছে মাগুরা জেলা আইনজীবী সমিতি।
ওই দাবিতে আজ বুধবার মাগুরা কোর্টের ফটকে মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা আইনজীবী সমিতি।
বক্তারা মানববন্ধনে এ ঘটনার সাথে জড়িত খুনিদের দ্রুত আটক ও ফাঁসির দাবি এবং প্রয়োজনে বিশেষ ট্রাইবুনাল গঠন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
জেলা আইনজীবি সমিতি সভাপতি আমজাদ হোসেনের সভাপত্বিতে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সংগ্রাম, শংকর বিশ্বাস, কুমুদরঞ্জন বিশ্বাস, আব্দুর রশিদ ও শাখারুল ইসলাম শাকিল প্রমুখ।
গত রোববার সকাল পৌনে ৭টার দিকে চট্টগ্রামের ব্যস্ততম এলাকা জিইসি মোড়ে ছুরিকাঘাতের পর গুলি করে হত্যা করা হয় পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে। এ সময় পাশেই ছিল তাঁদের ছেলে মাহির। তাকে স্কুলবাসে তুলে দিতেই বাসা থেকে বের হয়েছিলেন মাহমুদা।
বাবুল আক্তার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি)র অতিরিক্ত উপকমিশনার (এডিসি-গোয়েন্দা) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি পুলিশ সুপার পদে পদে পদোন্নতি পেয়ে ঢাকায় বদলি হন।