বরিশালে ছাত্রলীগের মানববন্ধনে যুবলীগের হামলা

বরিশালে রেজা হত্যা মামলা থেকে মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিনের নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে স্বশস্ত্র হামলার অভিযোগ উঠেছে যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নগরীর জিলা স্কুল মোড়ে এই ঘটনা ঘটে।
হামলায় আহত আল মামুন সরকারি বরিশাল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি। তাঁকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আল মামুন অভিযোগ করেন, সম্প্রতি পলিটেকনিক ছাত্রলীগ নেতা রেজাউল করিম রেজাকে কুপিয়ে হত্যা করে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব আহম্মেদ ও তার সহযোগীরা। কিন্তু এই ঘটনায় রাজিবকে বাদ দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে নগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনকে আসামি করা হয়েছে। এর প্রতিবাদে এবং জসিম উদ্দিনের নাম মামলা থেকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করে বরিশাল কলেজ ছাত্রলীগ।
আল মামুন অভিযোগ করে বলেন, ‘মানববন্ধন চলাকালে যুবলীগ নেতা অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন ওরফে মামা খোকন, নিরব হোসেন টিটুল, ছাত্রলীগ ক্যাডার রইচ আহম্মেদ মান্না, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব আহম্মেদসহ যুবলীগের একটি গ্রুপ মোটরসাইকেল বহর নিয়ে এসে মানববন্ধনে হামলা চালায়। এ সময় রড ও শর্টগানের বাট দিয়ে আমাকে পিটিয়ে আহত করে।’
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, মানববন্ধনের আয়োজন করা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে অস্ত্র প্রদর্শনের বিষয়টি সত্য নয় বলে জানান ওসি।