পতেঙ্গায় ইয়াবাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামের পতেঙ্গায় আজ শনিবার এক হাজার ৬০০টি ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
চট্টগ্রামের পতেঙ্গায় এক হাজার ৬০০টি ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে মুসলিমাবাদ জেলেপাড়া থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. মাহমুদুল হক (৫০) ও এয়ার মাহমুদ ওরফে পেয়ারু (৪৫)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকা মুসলিমাবাদ জেলেপাড়ায় দিদারের দোকানের সামনের সড়ক থেকে এক হাজার ৬০০ ইয়াবাসহ দুজনকে আটক করা হয়। তারা ইয়াবা বিক্রির জন্য দাঁড়িয়ে ছিল। এ সময় তাদের দেহে তল্লাশি চালিয়ে ইয়াবা বিক্রির দেড় লাখ টাকা জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার মূল্য প্রায় ৬ লাখ ৪০ হাজার টাকা। ইয়াবা জব্দ করার ঘটনায় আটক দুজন ও অজ্ঞাত আরো চারজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।