বাংলাদেশে ক্যানসারে আক্রান্ত রোগী ১২ লাখ

বাংলাদেশে বর্তমানে ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ১২ লাখ। প্রতি বছর এ রোগে আক্রান্ত হয় দুই লাখ মানুষ, যার মধ্যে দেড় লাখেরই মৃত্যু হয়। এ হিসাব বিশ্ব স্বাস্থ্য সংস্থার।
আগামীকাল বিশ্ব ক্যানসার দিবস। এবারও এ রোগের শিক্ষা ও সচেতনতা বাড়াতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান দিবসটি পালন করবে। এ জন্য দিনব্যাপী কর্মসূচি থাকবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘আমাদের সাধ্যাতীত নয়।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষা অনুযায়ী, বিশ্বের প্রতিবছর ৮২ লাখ মানুষের মৃত্যু হয় ক্যানসারে আক্রান্ত হয়ে। আর প্রতিবছর প্রায় ১০ কোটি ৫০ লাখ নারী স্তন ক্যানসারে আক্রান্ত হয়। ক্যানসার বিশ্বের দ্বিতীয় প্রাণঘাতী রোগ। আর বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের দেশগুলোতেই এ রোগের সংক্রমণ বেশ।
এ বছর চারটি বিষয়ের ওপর বেশি গুরুত্বারোপ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যসম্মত জীবন-যাপন, প্রাথমিক পর্যায়ে লক্ষণ চিহ্নিতকরণ, চিকিৎসা গ্রহণ ও সর্বোচ্চ মানের জীবন-যাপন।
দেশের ক্যানসার রোগীদের ২১ শতাংশই মাতৃত্বকালীন বিভিন্ন কারণে আক্রান্ত হয়ে থাকে বলে ২০১০ সালে আইসিডিডিআরবির সমীক্ষায় উঠে এসেছে।