জামালপুরে গণপরিবহণ ধর্মঘট প্রত্যাহার

জামালপুরে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে গণপরিবহণ ধর্মঘট প্রত্যাহার করেছে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। ধর্মঘট প্রত্যাহারে ৩১ ঘণ্টা পর চলাচল শুরু করেছে দূরপাল্লার যানবাহন।
আজ মঙ্গলবার (৪ মার্চ) রাত ৯টার দিকে শহরের টাঙ্গাইল বাস স্ট্যান্ডে বাস মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখওয়াত হোসেন শুভ বাস শ্রমিক ও মালিকদের উদ্দেশে স্বাভাবিক সময়ের মতো যান চলাচলের অনুরোধ জানান।
পরিবহণ নেতারা জানান, সড়কে নিরাপত্তা, ২ মার্চ বাসে অগ্নিাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত ও গতকাল বাস শ্রমিকের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে তাঁরা এই কর্মসূচি দেন। এরপর বিভিন্ন সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে আজ এই সিদ্ধান্ত জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম আব্দুল্লাহ-বিন-রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সল মো. আতিক, জেলা গোয়েন্দা শাখার (ওসি) মো. নাজমুস সাকিব, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভসহ বাস, মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতারা।
গত ২ মার্চ শরীফপুর এলাকায় রাজিব বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রীর মৃত্যুর ঘটনায় রাজিব পরিবহণের সব বাস সার্ভিস বন্ধ ও বাসসেবার মান সংস্কারের ৬ দফা দাবিতে আন্তজেলা বাস টার্মিনালের সামনে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় তাদের সঙ্গে বাস শ্রমিকদের বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এরই জেরে গতকাল সোমবার দুপুর থেকে দূরপাল্লার গণপরিবহণ চলাচল বন্ধ ঘোষণা করে জেলা বাস মিনিবাস মালিক সমিতি।
এতে জামালপুরের সঙ্গে সারা দেশের বাস যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় যাত্রী ভোগান্তি চরমে পৌঁছেছিল। অনেক যাত্রী বাস না পেয়ে টার্মিনাল থেকে ফিরে গেছে।