কৃষকদের সহায়তার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের হাওরের কৃষকদের সহায়তার দাবি জানিয়ে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘সুনামগঞ্জ হাওরবাসীর’ ব্যানারে এই কর্মসূচিতে হাওরের সব ফসল রক্ষা বাঁধ ঝুঁকিমুক্ত করার দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, বন্যা-খরা, কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টিসহ নানা প্রাকৃতিক দুর্যোগে বারবার হাওরের বোরো ফসল ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কেউ দাঁড়ায় না। কৃষকরা তাঁদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হন।
বক্তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে বিনা সুদে কৃষি ঋণ দেওয়া, ঋণ মওকুফ, রেশনিং ব্যবস্থা চালু করা, কৃষি উপকরণ বিতরণসহ হাওরের ফসল রক্ষা বাঁধ ঝুঁকিমুক্ত রাখার দাবি জানান।
স্থানীয় সাংবাদিক বিন্দু তালুকদারের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবু সুফিয়ান, সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নূরুল ইসলাম বজলু, প্রভাষক মো. মশিউর রহমান, কবি ইকবাল কাগজী প্রমুখ।