বরিশালে বজ্রপাতে ফেরিওয়ালা নিহত, আহত ৬

বরিশালের হিজলা উপজেলায় বজ্রপাতে আবদুস সোবহান (৫২) নামের এক ফেরিওয়ালা নিহত হয়েছেন। তিনি উপজেলা সদরের খুন্না গোবিন্দপুর গ্রামের সফুর আলী বেপারীর ছেলে।
এ ছাড়া আজ শনিবার দুপুর ৩টায় বজ্রপাতে আহত হয়ে আরো ছয়জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।
ওই এলাকার বাসিন্দা নূরুল আলম রাজু জানান, আবদুস সোবহান ফেরি করে কাপড় বিক্রি করেন। আজ দুপুরে বৃষ্টি নামলে তিনি আফতর আলী দরবেশ মক্তবে আশ্রয় নেন। এ সময় বজ্রপাত হলে আবদুস সোবহান আহত হন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বজ্রপাতে ওই মক্তবে আগুন ধরে গেলে স্থানীয় লোকজন তা নিয়ন্ত্রণে আনেন।
এ ছাড়া বজ্রপাতে হিজলার চর ও অন্যান্য এলাকা থেকে আহত হয়ে ছয়জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হয়েছে জানিয়েছেন চিকিৎসা কর্মকর্তা মো. মনিরুজ্জামান।