সাঁড়াশি অভিযান
বরিশালে গ্রেপ্তার ৫৬

সারা দেশে পুলিশের সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে বরিশালে ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে আজ শনিবার সকাল পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করা হয়।
বরিশাল মেট্রোপলিটন এলাকার চার থানায় ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের সহকারী কমিশনার (অপরাধ) আবু সাঈদ। তিনি জানান, এঁদের মধ্যে তিনজন জামায়াত-শিবিরের নেতা।
এদিকে জেলা পুলিশ বরিশালের ১০ থানা এলাকায় ওই সময়ের মধ্যে ৩২ জনকে গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান।