দেশে কোনো ক্রাইসিস নেই : স্বাস্থ্যমন্ত্রী

দেশের মানুষ এখন শান্তিতে আছে, দেশে এখন আর কোনো ক্রাইসিস নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ শনিবার দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজের উন্নয়নে একটি বাস, একটি অ্যাম্বুলেন্স ও দুই কোটি টাকা নগদ বরাদ্দের পাশাপাশি চাহিদা অনুযায়ী সব যন্ত্রপাতি সরবরাহ করা হবে বলেও জানান ।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘কয়েকদিন আগেও ২০০ মানুষকে হত্যা করা হয়েছে, পেট্রলবোমা মেরে মানুষকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। নিরীহ, শ্রমিক, সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। এই হলো একটি দলের রাজনীতি, যারা মানুষকে উন্নয়ন দেখায়নি, ধ্বংস দেখিয়েছে। সেই খালেদা জিয়ার দল জামায়াতকে সাথে নিয়ে কী বর্বরোচিত হামলা করেছে এই সাতক্ষীরায় তা আপনারা জানেন। গাছ কাটা হয়েছে। এমনকি মানুষকে দিনের পর দিন জিম্মি করে রাখা হয়েছিল।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, ‘এখানে ৫ জানুয়ারির নির্বাচন না হলে মার্শাল ল আসত, মার্শাল ল। শেখ হাসিনা নির্বাচনের আগে বলেছিলেন, খালেদা জিয়া আসুন, গণভবনে চা খান। আলোচনা করে ঠিক করি কীভাবে নির্বাচন হবে। পাঁচ বছর পরে আমার নির্বাচন ছাড়া কোনো উপায় নাই। নির্বাচনের বিকল্প নির্বাচন, গণতন্ত্রের বিকল্প গণতন্ত্র। পাঁচ বছর পরে শেখ হাসিনা বলেছিলেন, আসেন ঠিক করি কীভাবে নির্বাচন হবে। খালেদা জিয়া সেদিন আসেন নাই। তিনি বলেছিলেন, হরতাল চলবে, জ্বালাও-পোড়াও চলবে। আমি আপনার সাথে বসতে পারব না। এখন সংলাপের কথা বলেন। তিনি তখন বলেন, আমি আসব না, নির্বাচনে আসব না, নির্বাচন প্রতিহত করব।’
মোহাম্মদ নাসিম আরো বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচন যদি না হতো এদেশে সামরিক শাসন আসত। যেমন থাইল্যান্ডে এখন সামরিক শাসন আছে, ব্যাংককে সামরিক শাসন আছে। ... শেখ হাসিনা জীবন বাজি রেখে নির্বাচন করেছিলেন বলেই আজকে দেশে গণতন্ত্র আছে। এখন আন্দোলনের নামে শেখ হাসিনাকে উৎখাত করার কথাও বলতে পারে খালেদা জিয়ার দল। এ দেশে এখন স্বাধীনতা আছে। কথা বলার অধিকার আছে। গণতন্ত্রের ভালো-মন্দ সবই আছে। যদি উন্নয়ন থাকে তবে গণতন্ত্র থাকবে। শেখ হাসিনা ২০১০ সালে সাতক্ষীরার উন্নয়নের কথা বলেছিলেন, ২০১৫ সালে সেই উন্নয়ন হচ্ছে ইনশাল্লাহ।’
সাংবাদিক বন্ধুরা আছেন, ইলেকশন চান খালেদা জিয়া। ইলেকশন হবে। কিন্তু ২০১৯ সালের একদিন আগেও ইলেকশন হবে না বলেও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় মোহাম্মদ নাসিম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির অংশগ্রহণকে স্বাগত জানিয়ে বলেন, এই নির্বাচনে জনগণের রায় মেনে নেওয়া হবে ।
দেশে বিদ্যুৎ সংকট নেই, গ্রামে গ্রামে জঙ্গি ও সন্ত্রাস দমন চলছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, দেশে এখন একমাত্র জঙ্গি আছেন, তিনি হলেন খালেদা জিয়া।
কলেজ অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, অ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ, রিফাত আমিন, জগলুল হায়দার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. দ্বীন মোহাম্মদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) মহাসচিব ডা. ইকবাল আর্সলান, স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আহমেদুল কবির, জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান, মো. নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, ডা. কাজল কর্মকার, মো. আবদুল হান্নান, হাসপাতালের পরিচালক ডা. শামিউল ইসলাম প্রমুখ।
স্বাস্থ্যমন্ত্রী পরে সাতক্ষীরা শহীদ রাজ্জাক পার্কে ১৪ দল আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।