খালেদা জিয়ার সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী

এসএসসি ও সমমানের পরীক্ষা নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সহযোগিতা চেয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
সংবাদ সম্মেলনটি বিকেল সোয়া ৪টায় শুরু হয়ে সাড়ে ৪টার দিকে শেষ হয়। বিএনপির প্রধান ছাড়াও শিক্ষামন্ত্রী আওয়ামী লীগ, সুশীলসমাজসহ বিভিন্ন মহলের সহযোগিতা কামনা করেন।
শিক্ষামন্ত্রীর বক্তব্য শেষে অবরোধে পরীক্ষা হবে কিনা এবং শুক্র-শনিবারও যদি বিএনপি হরতাল চালু রাখে তাহলে কী সিদ্ধান্ত নেওয়া হবে? -এমন প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি অনুমাননির্ভর কথা বলব না। তবে শুক্র ও শনিবার যেহেতু ছুটির দিন, সে হিসেবে আমি আশা করছি, এ দুদিন হরতাল-অবরোধ থাকবে না।’
১৯৯৬ সালে পুরো এসএসসি পরীক্ষার প্রক্রিয়া পেছানো হয়েছিল আন্দোলনের কারণে। এখন তা করা হবে কি না? - এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘আমি রাজনীতি এখানে আনতে চাই না। যারা পরীক্ষার্থী, তারা সব দলের, সব মতের মানুষেরই সন্তান। তাদের ভবিষ্যৎ নষ্ট করবেন না।’
এবারও ফেসবুকে, ইন্টারনেটে প্রশ্নপত্র দেখা গেছে। এগুলোর সঙ্গে প্রকৃত প্রশ্নের মিল আছে কিনা? এ ধরনের কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না? -সাংবাদিকদের এমন দুটি প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি মনে করি সরকারকে বেকায়দায় ফেলতে একটি মহল এ ধরনের কর্মকাণ্ড করে আসছে। সরকার তাদের ব্যাপারে অত্যন্ত সচেতন।’
সংবাদ সম্মেলনে শিক্ষাসচিব এন আই খানসহ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।