নাচোলের তিন ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সদ্য সমাপ্ত তিনটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কক্ষে আনুষ্ঠানিকভাবে তাঁদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক জাহিদুল ইসলাম।
শপথগ্রহণকারী চেয়ারম্যানরা হলেন নাচোল ইউনিয়নের ইনায়েতুল্লাহ, নেজামপুর ইউনিয়নের আমিনুল হক, ফতেপুর ইউনিয়নের ইসরাইল হক।
এ সময় জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ একটি এবং দুটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হন।