চাঁপাইনবাবগঞ্জে সন্দেহভাজন জেএমবি সদস্যসহ গ্রেপ্তার ৩৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জেএমবি সন্দেহে সফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে তাঁকে আটক করা হয়।
এ সময় সফিকুলের কাছ থেকে ককটেল ও গানপাউডার উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের। তার বাড়ি শিবগঞ্জের আজমতপুর মোল্লাটোলা গ্রামে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, শাহবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী তেলকুপি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আম বাগানে গত রাতে গোপন বৈঠক করার সময় পুলিশ অভিযান চালিয়ে জেএমবি সদস্য সফিকুলকে আটক করে। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।
এ ছাড়া গতকাল সোমবার সন্ধ্যা থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের পাঁচ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আরো ৩৪ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ২৭ জন ওয়ারেন্টভুক্ত এবং আটজন নিয়মিত মামলার আসামি।