একটা পরিবর্তন দরকার : এরশাদ

গুম, খুন, হানাহানি আর নৈরাজ্য থেকে থেকে পরিত্রাণ পেতে দেশের মানুষ এখন বাইরের দেশের সহযোগিতা চাইছে। এটি অত্যন্ত লজ্জার বিষয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আজ মঙ্গলবার জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে এরশাদ এমন মন্তব্য করেন।
এরশাদ দাবি করেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়, জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।
এরশাদ বলেন, দলের নতুন কমিটি গঠনের কাজ চলছে। আর এতে ত্যাগী ও পরিশ্রমী নেতা-কর্মীদেরই জায়গা হবে।
ইফতারের আগে দোয়ায় দেশ ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। এর আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
এরশাদ বলেন, ‘এখানের নাগরিকরা অন্য দেশের সাহায্য চায় আমাদের দেশের নৈরাজ্য দূর করার জন্য। এর চেয়ে লজ্জার কী হতে পারে। বন্দুকযুদ্ধে প্রতিদিন মানুষ নিহত হচ্ছে, গুম হয়ে যাচ্ছে। অতএব, একটা পরিবর্তন দরকার। পরিবর্তন করতে পারে কে এখন? অন্য কোনো দল এখানে নাই এখন আর। একমাত্র জাতীয় পার্টি। অতীতের সব গ্লানি ভুলে গিয়ে, সব ভুল-ভ্রান্তি ভুলে গিয়ে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে হবে।’