২৪ ঘণ্টায় শেরপুরে আটক ২৭

গত ২৪ ঘণ্টায় শেরপুরে ২৭ জন আটক হয়েছে। পুলিশ জানিয়েছে, আটককৃতদের মধ্যে সন্দেহভাজন একজন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ও ইসলামী ছাত্র শিবিরের চারজন কর্মী আছে।
আজ বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁদের কারাগারে পাঠিয়েছেন।
পুলিশ জানায়, একজন সন্দেহভাজন জেএমবি সদস্য এবং চার শিবির কর্মীসহ শেরপুর জেলায় গ্রেপ্তার হয়েছেন ২৭ জন। অন্যান্য আটককৃতরা পুলিশের পরোয়ানাভুক্ত ব্যক্তি, মাদক বিক্রেতাসহ অন্যান্য অপরাধের সাথে যুক্ত বলে দাবি করেছে পুলিশ।
আটক সন্দেহভাজন জেএমবি সদস্য হলেন, জেলা সদরের ছনকান্দা এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম আব্দুল্লাহ। পুলিশ গত বুধবার রাতে তাঁকে জামালপুর থেকে আটক করে পুলিশ। পুলিশের দাবি আব্দুল্লাহর বিরুদ্ধে আগেও মামলা ছিল।
আজ বৃহস্পতিবার ভোরে শ্রীবরদী থেকে আটক করা হয় শিবির কর্মী নূরে আলম সিদ্দিকীকে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারিশ এনটিভি অনলাইনকে জানান, জেএমবির সদস্য রফিকুল ইসলাম আব্দুল্লাহকে পুলিশ জামালপুর থেকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া নিয়মতি মামলার আসামিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত অপরাপর মোট ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’