পঞ্চগড়ে ১৪ দলের মানববন্ধন অনুষ্ঠিত

অব্যাহত গুপ্তহত্যা, সন্ত্রাস, নৈরাজ্য ও বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র এবং স্বাধীনতাবিরোধীদের চক্রান্তের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন করেছে ১৪ দল।
আজ রোববার বিকেলে জেলা শহরের শেরেবাংলা পার্কসংলগ্ন পঞ্চগড়-ঢাকা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, মুক্তিযোদ্ধা সংসদ পঞ্চগড় ইউনিটের সভাপতি মির্জা আবুল কালাম দুলাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) আমিনুর ইসলাম, জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মজিদ বাবুল, সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি আবু বক্কর সিদ্দিক, জেলা ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক কাজী জাহেদুল ইসলাম জাহিদ প্রমুখ।
এ সময় বক্তারা বিএনপি, জামায়াত ও দেশবিরোধী শক্তিসহ গুপ্তহত্যায় জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সঙ্গে দেশবিরোধী শক্তির অপতৎপরতা রুখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।