সাঁড়াশি অভিযানে ঘুষ নেওয়ায় এসআইকে প্রত্যাহার

সাঁড়াশি অভিযানে ঘুষ নেওয়ার অভিযোগে মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) নিমাই চন্দ্রকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাগুরা সদর উপজেলার বেরআকছি গ্রামের সেলিমের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে গতকাল রোববার রাতে এসআই নিমাইকে প্রত্যাহার করা হয়।
মাগুরার পুলিশ সুপার এ কে এম এহসানউল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘুষের বিষয়ে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। নিমাইয়ের বিরুদ্ধে পুলিশের বিভাগীয় ব্যবস্থার নেওয়া হবে।