নাটোরের লালপুর থেকে নছিমন চালকের লাশ উদ্ধার

নাটোরের লালপুর থেকে জুয়েল নামের এক নছিমন চালকের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার সকালে লালপুর উপজেলার নাছিরার বিল এলাকায় সড়কের ওপর থেকে জুয়েলের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার জানান, রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ এলাকার নছিমনচালক জুয়েল ও তাঁর বন্ধু সেলুন ব্যবসায়ী মাসুদ গতকাল বিকেলে মোটরসাইকেলে ঈশ্বরদী যান। এরপর মাসুদ ফিরলেও জুয়েল বাড়ি না ফেরায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। এ ঘটনায় মাসুদকে আটক করে পুলিশ। পরে আজ সকালে তাঁর লাশ পাওয়া যায়।
জুয়েলকে অন্য কোথাও হত্যা করে ঘটনাস্থলে লাশ ফেলে রাখা হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেন ওসি।