টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যানের গাড়ি ভাঙচুর, আহত ২

বাস ও মাহেন্দ্র শ্রমিক সংগঠনের দ্বন্দ্বের জের ধরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন বাসশ্রমিকরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চর বয়রায় এ ঘটনা ঘটে।
এর জের ধরে দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার কয়েক হাজার লোক বিভিন্ন যানবাহনে করে এসে সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে অবস্থান নিয়ে কয়েকটি দোকান ও বাড়িতে ভাঙচুর করে। এ সময় একটি প্রাইভেটকার ভাঙচুর করতে গেলে পুলিশ লাঠিপেটা ও রাবার বুলেট নিক্ষেপ করে। তখন পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এসব ঘটনায় এক পুলিশ সদস্যসহ কমপক্ষে ১৫ জন আহত হন।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক মো. সেলিম রেজা জানান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে যোগ দিতে আসছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চর বয়রায় গাড়ি পৌঁছালে গোপালগঞ্জ বাসমালিক সমিতির শ্রমিকরা তাঁর সরকারি গাড়ির গতি রোধ করে হামলা চালান। এতে তাঁর গাড়ির সামনের গ্লাস ভেঙে যায়। এ সময় ভাঙা কাচের টুকরা শরীরে লাগলে তিনি ও তাঁর গাড়ির চালক নান্টু সিকদার (৩২) আহত হয়েছেন। তাঁদের গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
চেয়ারম্যানের ওপর হামলার জের ধরে টুঙ্গিপাড়া উপজেলার কয়েক হাজার লোক ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিভিন্ন যানবাহনে করে সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে আবস্থান নেন। তাঁরা কয়েকটি দোকান এবং চর বয়রা ও ঘোনাপাড়ার ছয়-সাতটি বাড়িতে ভাঙচুর করে ব্যাপক ক্ষতি করে। এ সময় ঘোনাপাড়া মোড়ে সদর উপজেলার লোকজন টুঙ্গিপাড়াগামী একটি প্রাইভেটকার ভাঙচুর করতে গেলে পুলিশ লাঠিপেটা ও ২২টি রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এসব ঘটনায় উভয় উপজেলায় উত্তেজনা বিরাজ করছে। টুঙ্গিপাড়া উপজেলার খালেকের বাজার ও সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা জানান, হামলার বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানো হয়েছে।
গত মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডে বাসে যাত্রী ওঠানো নিয়ে বাসশ্রমিক ও তিন চাকার মাহেন্দ্র চালকদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে শ্রমিকদের মধ্যে কথাকাটাকাটির জের ধরে তিন বাসশ্রমিককে মারধর করেন মাহেন্দ্র শ্রমিকরা। গতকাল বুধবার সকালে টুঙ্গিপাড়া ও খালেকের বাজার এলাকায় বাসশ্রমিকদের আবারও মারধর করেন মাহেন্দ্র চালকরা। এতে চার বাসশ্রমিক আহত হন। এরই প্রতিবাদে ও মাহেন্দ্র চলাচল বন্ধের দাবিতে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া আঞ্চলিক সড়কে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয় জেলা বাসমালিক-শ্রমিক ঐক্য পরিষদ।