সাতক্ষীরায় রাখালের বস্তাবন্দী লাশ উদ্ধার, গ্রেপ্তার ১

সাতক্ষীরা সদর উপজেলার গোবরদাঁড়ি এলাকায় হাফিজুল ইসলাম (৪৫) নামের এক রাখালের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে স্থানীয় একটি মাদ্রাসার কাছের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
হাফিজুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার হাবাসপুর গ্রামের বেলায়েত জেয়ার্দারের ছেলে। তিনি ভারতে গরু আনা-নেওয়া করতেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় হাফিজুলের পরিচিত রাখাল ও ধুলিহর গ্রামের এবাদুলকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হাফিজুলের পরিচিত আরেক রাখাল মালেককে এখনো গ্রেপ্তার করা যায়নি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ জানান, তিনদিন আগে দুই রাখাল এবাদুল ও মালেক ভারত থেকে গরু আনার কথা বলে রাতে ডেকে নিয়ে যায় হাফিজুলকে। এর পর থেকে তিনি (হাফিজুল) নিখোঁজ ছিলেন। তিনি বলেন, সহযোগীদের সঙ্গে টাকার লেনদেনের কারণে এই হত্যা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি আরো জানান, হাফিজুলের পা, কপাল ও শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ণ আছে। লাশটি বস্তায় ভরে পানির মধ্যে ফেলে রাখায় তাতে পচন ধরেছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশটি সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।