ভোলার ২৫ গ্রামে আজ ঈদ

ভোলার পাঁচটি উপজেলার ২৫টি গ্রামের অন্তত ১৫ হাজার পরিবার আজ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলার বোরহানউদ্দিন উপজেলার দক্ষিণ মুলাইপত্তন গ্রামে সুরেশ্বরী পীরের মুরিদ মজনু মিয়া চৌকিদারের বাড়িতে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মজনু মিয়া নামাজের ইমামতি করেন। পরে একে অপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এ ছাড়া সকাল সাড়ে ১০টায় পাশের উত্তর মুলাইপত্তন গ্রামে সাতকানিয়া পীরের মুরিদ চৌকিদার বাড়ির মসজিদে দ্বিতীয় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মাওলানা মো. আবুল কালাম ঈদের নামাজ পড়ান। বৃষ্টি উপক্ষো করে জেলার বিভিন্ন গ্রাম থেকে শত শত মুসল্লি এসে এখানে ঈদের নমাজ আদায় করেন।
বৃষ্টির মধ্যে গ্রামের রাস্তায় রাস্তায় নানা খেলনা নিয়ে বসেছে দোকানিরা। ঈদের আনন্দে ছোট ছোট শিশুরা ভিড় করে ওই সব দোকানে। বিভিন্ন ধরনের খেলনা কেনাই হচ্ছে এসব শিশুর আনন্দ।