‘২০১৯ সালের নির্বাচনেও শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন’

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, ২০১৯ সালের নির্বাচনেও শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন। হত্যা, সন্ত্রাস, পেট্রলবোমা মেরে মানুষ হত্যার নেত্রী খালেদা জিয়া ব্যর্থতার গ্লানি নিয়ে ঘরে ফিরেছেন।
আজ শনিবার বিকেলে জামালপুর শহর আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আহমদ হোসেন এসব কথা বলেন।
আহমদ হোসেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ২০১৯ সালের নির্বাচনের জন্য অপেক্ষায় থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘সে নির্বাচনেও আপনি অংশ নিতে পারবেন কি না, তা নির্ধারিত হবে আপনার ও আপনার পুত্র তারেক রহমানের বিরুদ্ধে চলমান মামলার রায়ের ওপর।’
আহমদ হোসেন বলেন, মানুষ এখন হত্যা, সন্ত্রাস চায় না, চায় উন্নয়ন। তাই এ দেশের জনগণ ২০১৯ সালের নির্বাচনেও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর আসনে বসাবেন।
জামালপুর শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন, জাতীয় পরিষদের সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী মো. রেজাউল করিম হীরা ছাড়াও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ বক্তব্য দেন।
পরে মাসুম রেজা রহিমকে সভাপতি এবং বিজন কুমার চন্দকে সাধারণ সম্পাদক করে জামালপুর শহর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।