চাষে বাধা দেওয়ায় ৩ জনকে কুপিয়ে জখম

পঞ্চগড়ে জমিতে হালচাষে বাধা দেওয়ায় ধারালো অস্ত্র দিয়ে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় আহত হয়েছে ছয়জন। এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ফুলপাড়ায় এ ঘটনা ঘটে।
সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ফুলপাড়ার খলিল, রশিদ, আবেদ আলী, হেলালসহ কয়েকজন ট্রাক্টর নিয়ে একটি জমিতে হালচাষ করতে আসে। সেই জমি নিজেদের বলে দাবি করে একই গ্রামের আব্দুর রহমান ও ফজলুল।
এ সময় ফজলুল (৫৫), আব্দুর রহমান (৬০), ফজলুলের স্ত্রী রোজিনা বেগম (৪৫) ও তাঁর ছেলে রিফাত (১৩) সেই জমিতে হালচাষে বাধা দেয়। এ সময় প্রতিপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।
এতে ফজলুল, রোজিনা ও রিফাত গুরুতর আহত হয়। আহতদের তাৎক্ষণিক পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক ডা. মাহবুব উল আলম আহতদের চিকিৎসা দিয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে স্থানান্তর করেন।