গাছের সঙ্গে আলমসাধুর ধাক্কা, তিন কিশোর নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় শ্যালোমেশিন চালিত যান আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে তিন কিশোর নিহত হয়। এ সময় আহত হয় আরো দুজন।
আজ শুক্রবার বিকেলে উপজেলার ডম্বলপুরে এ দুর্ঘটনা ঘটে। তারা একে অপরের স্বজন।
এরা হলো উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পারকুলা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে প্রিন্স মিয়া (১৭), একই এলাকার মুকুল হোসেনের ছেলে ইমন হোসেন (১৬) এবং গাজীপুরের রফিকুল ইসলামের ছেলে সজল হোসেন (১৭)।
এদের মধ্যে প্রিন্স ঘটনাস্থলে এবং সজল ও ইমন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যায়। ইমন আর প্রিন্স একে অপরের খালাতো ভাই এবং সজল ইমনের ফুফাতো ভাই।
এ ঘটনায় আহতরা হচ্ছে আলমসাধু চালক পারকুলা গ্রামের রুবেল হোসেন (১৬) ও ইমনের যমজ ভাই হৃদয় হোসেন (১৭)। তাদের আলমডাঙ্গা উপজেলার দুটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
প্রিন্সের চাচা খালেকুজ্জামান জানান, গাজীপুরে বসবাসকারী প্রিন্স ও সজল ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিল। আজ বিকেল ৩টার দিকে কুষ্টিয়া শহরে তাদের আনতে যায় যমজ দুইভাই হৃদয় ও ইমন।
পরে সবাই মিলে একটি আলমসাধুতে চড়ে পারকুলা গ্রামে রওনা দেয়। পথে ডম্বলপুর এলাকায় আলমসাধুটি সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই প্রিন্স নিহত এবং অন্যরা আহত হয়।
আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদি রাসেল জানান, প্রিন্স ঘটনাস্থলে এবং সজল ও ইমন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা গেছে।