নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : নাসিম
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
আজ রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ শাখার বর্ধিত সভায় মোহাম্মদ নাসিম এ কথা জানান।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কী শিক্ষা দেওয়া হচ্ছে এমন প্রশ্ন করেন মন্ত্রী। সন্তানরা কী করছে সে বিষয়ে অভিভাবকদের খেয়াল রাখার পরামর্শ দেন।
আগামীকাল সোমাবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দলের জঙ্গি ও মৌলবাদবিরোধী সমাবেশ সফল করতে এ বর্ধিত সভার আয়োজন করা হয়েছিল।
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই একটি গোষ্ঠী ইসলামের নামে এসব সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে।
গত ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় বিদেশি নাগরিকসহ ২০ জন নিহত হন। এ ছাড়া ছয় জঙ্গি ও দুই পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়। নিহত জঙ্গিদের মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিল বলে জানা যায়।
এ ছাড়া ঈদের দিন কিশোরগঞ্জে শোলাকিয়া ঈদগাহ ময়দানের পাশে জঙ্গি হামলার ঘট্না ঘটে। এতে দুই পুলিশ সদস্য, একজন জঙ্গি ও এক নারী নিহত হন। হামলাকারীদের একজন নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন বলেও জানা গেছে।