কর্মস্থলে অনুপস্থিত, ঝালকাঠির ১০ চিকিৎসককে শোকজ

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে অনুপস্থিত থাকা এবং দেরিতে আসার কারণে ঝালকাঠি সদর হাসপাতালের ১০ চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
আজ রোববার রোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেন জেলার সিভিল সার্জন।
সিভিল সার্জন ডা. আবদুর রহিম বলেন, সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের ছুটি কাটিয়ে কর্মস্থলে যোগদানের কথা ছিল আজ। কিন্তু অনেকে কর্মস্থলে আসেননি। আবার অনেকে দেরি করে এসেছেন।
হাসপাতালে আসা রোগীদের এসব অভিযোগ শুনে ১০ চিকিৎসককে শোকজ করা হয়েছে। চিকিৎসকদের জবাব পাওয়ার পরে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সিভিল সার্জন।
এদিকে রোগীরা অভিযোগ করেছেন, প্রথম দিনে ঝালকাঠি সদর হাসপাতালের বেশির ভাগ চিকিৎসকই ছিলেন অনুপস্থিত। আর যে কজন এসেছেন তারাও এক থেকে তিন ঘণ্টা পরে কর্মস্থলে পৌঁছেছেন।
এতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হয়েছে অনেক রোগীকে।