বইমেলার গেটে ককটেল, দুই সন্দেহভাজন আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসংলগ্ন এলাকায় বইমেলার গেটে ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার বেলা ১টা ৫৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন শেখ কৌশিক ইকবাল ও আল-আমিন সিদ্দিক। তাঁরা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে।
শাহবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) এম এ রিয়াজ এনটিভি অনলাইনকে বলেন, তিনি টিএসসি এলাকায় দায়িত্ব পালনের সময় ককটেল বিস্ফোরণের ঘটনাটি শুনতে পান। পরে ঘটনাস্থলে যাওয়ার পর লোকজন দুই ‘হামলাকারীকে’ দেখিয়ে দেন। তাঁদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।