বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে রক্ষা করতে গিয়ে স্বামীরও মৃত্যু

নওগাঁর আত্রাই উপজেলার পার-কাসুন্দি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে রক্ষা করতে গিয়ে তাঁর স্বামীও মারা গেছেন। তাঁদের রক্ষা করতে গিয়ে বিদ্যুতায়িত হয়েছেন মেয়ে। গতকাল রোববার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন পার-কাসুন্দি গ্রামের বাসিন্দা মোজাম্মেল হক (৪৮) ও তাঁর স্ত্রী রেখা বিবি (৪০)। তাঁদের মেয়ে মোসলেমা আকতারকে (১৮) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল লতিফ খান জানান, রোববার রাত ১১টার দিকে উপজেলার ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়। এ সময় মোজাম্মেল হকের বাড়ির টিভি অ্যান্টেনা ভেঙে বাড়ির ওপর দিয়ে যাওয়া ১১ হাজার কেভি লাইনের ওপর পড়ে। এতে পুরো বাড়ি বিদ্যুতায়িত হয়ে পড়ে।
রাত ১২টার দিকে মোজাম্মেল হকের স্ত্রী রেখা বিবি টেলিভিশন চালু করতে গেলে প্রথমে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাঁর স্বামী রক্ষা করতে এলে তিনিও বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই দুজন মারা যায়। এ সময় মা-বাবাকে বাঁচাতে এলে তাঁদের মেয়ে মোসলেমা আকতার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। রাতেই তাঁকে উদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।